Principal's message

প্রধান শিক্ষকের বাণী


বিসমিল্লাহির রাহমানির রাহীম। 

সমস্ত প্রশংসা মহান রবের জন্য, যিনি আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ শিক্ষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। 

মুসলিম মডেল একাডেমির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানবজাতির নিকটে আল্লাহ তাআলার সর্বপ্রথম বার্তা হল “পড়ো” বা “জ্ঞান অর্জন কর”। আর এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাণী হচ্ছে - “প্রত্যেক নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ”। 

শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার মাধ্যমে ব্যক্তির জ্ঞান ও আচরণের কাঙ্খিত পরিবর্তন ঘটে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে কুরআন ও সুন্নাহ সমর্থীত কাঙ্খিত শিক্ষা অনেকটাই অনুপস্থিত। এর প্রধান কারণ হচ্ছে, প্রচলিত বৈষয়িক শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয়ের অভাব। ফলশ্রুতিতে এ দেশের বেশীরভাগ উচ্চ ডিগ্রিধারী শিক্ষার্থীর মাঝে নৈতিক গুণাবলীর সমন্বয়হীনতা সচরাচর দৃশ্যমান। 

শিশুকাল থেকে একটি সন্তানকে প্রকৃত মুসলমান হিসেবে গড়ে তোলার জন্য সঠিক পারিবারিক শিক্ষা ও  দিকনির্দেশনা, পরিমিত স্বাস্থ্যসম্মত যত্ন ও আত্নীক পরিচর্যার প্রয়োজন; একইভাবে প্রয়োজন সচ্চরিত্রবান, যোগ্য ও নৈতিক গুণসম্পন্ন শিক্ষকবৃন্দের তত্ত্বাবধান। এ লক্ষ্যকে সামনে রেখেই ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে মুসলিম মডেল একাডেমি (স্কুল)। যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ধর্মীয়, নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদেরকে আদর্শ মুসলিম ও সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। মুসলিম মডেল একাডেমি এ লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সদা বদ্ধপরিকর। ইনশাআল্লাহ। 

মহান আল্লাহতালা আমাদের কবুলিয়াত দান করুন। (আমিন) 


(মোহাম্মদ মাহফুজুর রহমান)

প্রধান শিক্ষক, 

মুসলিম মডেল একাডেমি (স্কুল)।