পরিচালকের বাণী
আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাকাতুহ।
মুসলিম মডেল একাডেমি’র পক্ষ থেকে সকলকে (শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারী, ও এ সাইটের পরিদর্শকবৃন্দকে) জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন; এবং সকলের প্রতি রইল রহমত ও হেদায়েতের দোয়া। আল্লাহ পাক (সুবহানাহু ওতায়ালা) আমাদের সকলকে তাঁর প্রকৃত বান্দা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হিসেবে কবুল করুন। আমীন।
শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার্থীরা দেশ ও জাতির মেরুদন্ড সচল রাখার রক্ষাকবজ; আর তারাই রাষ্ট্রীয় সার্বভৌমত্বের যথাযথ সংরক্ষণ, অর্থনৈতিক বিপর্যয় রোধ, কলুষমুক্ত সংস্কৃতি লালন, শিক্ষালয়ে সুশিক্ষা অর্জনের পরিসর নির্মাণ, এবং দূর্নীতির বিরূদ্ধে আপোষহীন সৈনিক হিসেবে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। অতএব, তাদের সুষ্ঠু মানসিক গঠন ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রয়োজন মানসস্মত শিক্ষা পদ্ধতি ও শিক্ষা প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য একদিকে যেমন প্রয়োজন দক্ষ, প্রশিক্ষণ প্রাপ্ত ও নৈতিক গুণাবলী সম্পন্ন শিক্ষক; তেমনি অপর দিকে প্রয়োজন নৈতিক ও জাগতিক শিক্ষার সমন্বিত শিক্ষাক্রম, সুশৃঙ্খল নিয়ম কানুন, নৈতিকভাবে সমুন্নত ও সুশিক্ষা অর্জনের উপযুক্ত পরিবেশ। উল্লিখিত বিষয়াবলী বিবেচনায় রেখে মুসলিম মডেল একাডেমি (স্কুল) আপনার সন্তানের নৈতিক ও উজ্জ্বল ভবিষ্যত গড়ার প্রত্যয় নিয়ে ০১ জুলাই ২০১৫ থেকে (১১২/২ পশ্চিম ধোলাইপাড়, ঢাকা-১২০৪ ঠিকানায়) উহার সফল যাত্রা শুরু করে।
আপনার সন্তানকে নিয়মিত বৈষয়িক শিক্ষার পাশাপাশি সহিহশুদ্ধভাবে কুরআনুল-কারীম তিলাওয়াত ও প্রকৃত দ্বীনি শিক্ষা প্রদানের মাধ্যমে একজন প্রকৃত ও সুশিক্ষিত মুসলমান এবং ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে “মুসলিম মডেল একাডেমি দৃঢ় প্রতিজ্ঞ।
প্রত্যাশিত গন্তব্যের পথচলায় মুসলিম মডেল একাডেমি কর্তৃপক্ষ সর্বদা আপনার দোয়া ও সহযোগিতা কামনা করছে।
ড. মোহাম্মদ জাবের হোসাইন
পরিচালক, মুসলিম মডেল একাডেমি, ও
অধ্যাপক, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
(for more information click the link below)