স্কুল কোড: ৪২১৭১৫
ইএমআইএস কোড: ০৬৩১০১২৯৮২০
প্রতিষ্ঠা কাল: ২০১৫ সাল (ইংরেজি)।
প্রতিষ্ঠাতা পরিচালক
ড. মোহাম্মদ জাবের হোসাইন
অধ্যাপক, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।
পটভূমি ও উদ্দেশ্য
প্রচলিত বৈষয়িক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে নৈতিক ও প্রকৃত দ্বীনি শিক্ষা প্রদান এবং প্রাত্যহিক জীবনে উহার অনুশীলন পদ্ধতি প্রশিক্ষণের মাধ্যমে সুশিক্ষিত, দ্বীনদান ও শিষ্টাচারসমৃদ্ধ মানব সম্পদ তৈরির লক্ষ্যে ২০১৫ সালের ০১ জুলাই থেকে মাত্র ০৭ জন শিক্ষার্থীকে পাঠদানের মাধ্যমে মুসলিম মডেল একাডেমি উহার প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করে।
স্লোগান
বাংলা: “আসুন আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে জাতিকে পরিবর্তন করি”।
ইংরেজি: "Let's change the nations through combination of Modern and Islamic education."